অন্তঃপ্রজাতি সংগ্রাম কী?
অন্তঃপ্রজাতি সংগ্রাম কী? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
অন্তঃপ্রজাতি সংগ্রাম কী?
উপযুক্ত আহার, বাসস্থান এবং প্রজননের জন্য একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে যে সংগ্রাম চলে তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে। যেমন-খাদ্যের জন্য একাধিক কুকুরের মধ্যে লড়াই, মানুষের মধ্যে যুদ্ধ প্রভৃতি।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।