অভিসারী অভিব্যক্তি কাকে বলে?
অভিসারী অভিব্যক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
অভিসারী অভিব্যক্তি কাকে বলে?
সম্পর্কবিহীন জীবসমূহের সমবৃত্তীয় ‘অঙ্গের একই পরিবেশে বসবাস করার ফলে একই ধরনের অভিযোজন ঘটে, এই ধরনের অভিব্যক্তিজনিত অভিযোজনকে অভিসারী অভিযোজন এবং ওই ধরনের বিবর্তনকে অভিসারী অভিব্যক্তি বলে। উদাহরণ-মটর গাছের আকর্ষ (রূপান্তরিত পত্রক) ও কুমড়ো গাছের আকর্ষ (রূপান্তরিত শাখা)।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।