গৌণ বায়ুদূষক কাকে বলে?
গৌণ বায়ুদূষক কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
গৌণ বায়ুদূষক কাকে বলে?
সূর্যালোকের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে বিভিন্ন প্রাথমিক বায়ুদূষক পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরও জটিল ও বেশি ক্ষতিকর বায়ুদূষক সৃষ্টি করে তখন সেগুলিকে গৌণ বায়ুদূষক বলে। যেমন-সালফিউরিক অ্যাসিড, ধোঁয়াশা, PAN (peroxy acetyl nitrate) ইত্যাদি।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।