মাটিদূষণের প্রধান কারণগুলি কী?
মাটিদূষণের প্রধান কারণগুলি কী? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
মাটিদূষণের প্রধান কারণগুলি কী?
মাটিদূষণের প্রধান কারণ হল- [1] জীবাণু: পৌরবর্জ্য, হাসপাতালের বর্জ্য, পশুপালনজাত বর্জ্যতে অবস্থিত জীবাণুগুলি প্রত্যক্ষভাবে বা ভেক্টর বা বাহক দ্বারা মানবদেহে রোগ সংক্রমণ ঘটায়। [2] রাসায়নিক: রাসায়নিক সার, পেস্টনাশক ও শিল্পজাত রাসায়নিক দ্বারা মাটিদূষণ ঘটে থাকে।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।