শ্রবণযোগ্য বা শ্রুতিগোচর শব্দ কাকে বলে?
শ্রবণযোগ্য বা শ্রুতিগোচর শব্দ কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
শ্রবণযোগ্য বা শ্রুতিগোচর শব্দ কাকে বলে?
যেসব শব্দতরঙ্গের কম্পাঙ্ক 20 Hz থেকে 20,000 Hz- এর মধ্যে হয়, তাদের শ্রুতিগোচর শব্দ বলে। 20 Hz-এর কম এবং 20,000 Hz-এর বেশি কম্পাঙ্কের শব্দ আমাদের শ্রবণেন্দ্রিয় গ্রহণ করতে অক্ষম।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।