অযৌন জননের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
অযৌন জননের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
অযৌন জননের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
অযৌন জননের সুবিধা :
[1] অযৌন জনন পদ্ধতিতে কেবলমাত্র একটি জীব অংশগ্রহণ করে, ফলে সহজে জনন সম্ভব হয়। [2] এই পদ্ধতিতে একসঙ্গে বহু অপত্য জীব সৃষ্ট হয়। [3] অযৌন জননে কম শক্তি ব্যয়িত হয়। [4] এই পদ্ধতি সরল, নিশ্চিত এবং এতে সময় কম লাগে। [5] অপত্য জীবে বর্তমান কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হারিয়ে যাবার আশঙ্কা থাকে না। অপত্যগুলি তাদের পরিচিত পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে।
অযৌন জননের অসুবিধা :
[1] অযৌন জননে প্রকরণের (variation) কোনো সম্ভাবনা থাকে না। [2] এই পদ্ধতিতে সৃষ্ট অপত্য জীবের মধ্যে অভিযোজন ক্ষমতা কমে আসে এবং ফলে অবলুপ্তির সম্ভাবনা থাকে। [3] এই জননে গ্যামেট বা জননকোশের প্রয়োজন হয় না, তাই গ্যামেট গঠনকালে মিয়োসিসের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।