থ্যালাসেমিয়া বলতে কী বোঝ?
থ্যালাসেমিয়া বলতে কী বোঝ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
থ্যালাসেমিয়া বলতে কী বোঝ?
থ্যালাসেমিয়া হল অটোজোম বাহিত এক ধরনের বংশগত রোগ, যা হিমোগ্লোবিনের গ্লোবিন-পেপটাইড শৃঙ্খলের অস্বাভাবিক গঠনের ফলে সৃষ্টি হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির হিমোগ্লোবিন গঠিত হয় না বা হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়,লোহিত রক্তকণিকা ক্ষুদ্র হয় এবং এর আয়ু কম (RBC-র গড় আয়ু 120 দিন)-ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।