নিউক্লিওটাইড কী ?
নিউক্লিওটাইড কী ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
নিউক্লিওটাইড কী ?
DNA অণুতে একটি নাইট্রোজেন-ঘটিত ক্ষারক, একটি ফসফেট ও একটি ডি-অক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত গঠনগত একককে নিউক্লিওটাইড বলে। [RNA অণুতেও নিউক্লিওটাইড থাকে। তবে সেখানে ডি-অক্সিরাইবোজের পরিবর্তে রাইবোজ শর্করা বর্তমান।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।