মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে?
মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে?
বিবর্তনের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দুটি পৃথক জীবগোষ্ঠীর মধ্যে সংযোগকারী বহু প্রাণী লুপ্ত হওয়ায় সেই স্থানে ফাঁক সৃষ্টি হয়েছে। এই ধরনের প্রাণীদের মিসিং লিংক বা হৃতযোজক বলা হয়। জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে এই ফাঁকগুলি পূরণ করা সম্ভব হয়েছে। এইরূপ একটি প্রাণী হল আর্কিওস্টেরিক্স। এদের মধ্যে সরীসৃপ ও পক্ষী-উভয় শ্রেণির বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এই কারণে এদের এই দুটি শ্রেণির মিসিং লিংক হিসেবে গণ্য করা হয়।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।