সুন্দরী গাছকে ‘লুকিং গ্লাস ট্রি’ বলে কেন?
সুন্দরী গাছকে ‘লুকিং গ্লাস ট্রি’ বলে কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
সুন্দরী গাছকে ‘লুকিং গ্লাস ট্রি’ বলে কেন?
সুন্দরী গাছের পাতার ত্বক পুরু ও কিউটিক্লযুক্ত হয়। পাতার ফলকে মোমের ন্যায় আবরণ থাকে। এ ছাড়াও সুন্দরী গাছের পাতার নীচে ছোটো ছোটো সুন্দর চকচকে আঁশজাতীয় পদার্থ থাকে। পাতাগুলিতে সূর্যের আলো পড়লে পাতাগুলি দূর থেকে চকচক করে এবং খুব সুন্দর দেখায়, এজন্য সুন্দরীকে ‘লুকিং গ্লাস ট্রি’ বলে।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।