জলদূষণের দুটি কারণ লেখো।
জলদূষণের দুটি কারণ লেখো। এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Life Sci QA এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জীবন বিজ্ঞান বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
জলদূষণের দুটি কারণ লেখো।
জল দূষণের দুটি কারণ হল-[1] কৃষিক্ষেত্রের বর্জ্য: কৃষি- জমি থেকে সেচের জল, বৃষ্টির জল বা তুষারপাতের জলের সঙ্গে দূষকের নির্গমনকে কৃষিক্ষেত্রের বর্জ্য বলে। পেস্টনাশক, – সার, কঠিন বর্জ্য হল এর ক্ষতিকর উপাদান।
[2] জলজ জীবাণু: – মূলত পানীয় জলে কলেরা, টাইফয়েড, আমাশয় রোগসৃষ্টিকারী জীবাণু সংক্রমিত হলে জলদূষণ ঘটে।
শেষ কথা
আমাদের জীবন বিজ্ঞান বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।